মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে (এলআরএইচপিইএম) প্রকল্পের ফোকাল পার্সন শাহ মো: আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, গেষ্ট অব অনার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বিশেষ অতিথি উত্তর কহরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হক, প্রকল্পের সহকারী প্রোগ্রাম অফিসার ম্যানুয়েল হেমরম, জবা ইকো শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষিকা গীতা তির্কী, নারগুন ইউপির প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল জব্বার, ইউপি সদস্য মোছা: লাকী বেগম, প্রকল্পের সদস্য লিমা কুজুর, দিলীপ টুডু, সুফল মার্ডি, লক্ষী সরেন, মনি মুরমু, সুনিলা তির্কী প্রমুখ। পরে উপস্থিত জনসাধারণের মাঝে “বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের আদিবাসী, সাঁওতাল, ওড়াও সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক জীবনধারা” শীর্ষক বই বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.