জাতীয় প্রশাসন সারাদেশে

রংপুর এরিয়ার ঘোড়াঘাটে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবিক সহায়তায় প্রদান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সেনা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৮ মে) বিকাল ৫ টার সময় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সেনা ক্যাম্পে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এই মানবিক কার্যক্রমের আয়োজন করে ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া। ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা যায় সকাল থেকেই। চিকিৎসা সেবার পাশাপাশি সাধারণ রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও পরামর্শ প্রদান করেন সেনাবাহিনীর চিকিৎসক দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধিনায়ক ২৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন লেফটেন্যান্ট কর্নেল মোরসালিন মাহমুদ জানান, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশের অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ডিএমইউ, এমপিএইচ (অধিনায়ক, ১০ ফিল্ড এ্যাম্বুলেন্স) লেফটেন্যান্ট কর্নেল একেএম আলমগীর হোসেন। উপ-অধিনায়ক ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার মেজর নুরে শহীদ ফারাবী, এরিয়া হেডকোয়ার্টার মেজর নাজমুল হাসান, চিকিৎসক মেজর মোস্তাফিজুর রহমান, আতাউর রহমান, চিকিৎসক ক্যাপ্টেন আমির হোসেন, সাদিয়া আক্তার প্রমূখসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ স্থানীয়দের মধ্যে চিকিৎসা নিতে আসা আব্দুর রহিম বলেন, সেনাবাহিনী গ্রামের সাধারণ মানুষদেরকে নিয়ে যে চিন্তা করেছে। আমাদেরকে খাদ্য ও বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে আমরা তাতেই খুশি। এদিকে নাজমা বেগম বলেন, আমরা আগে সেনাবাহিনীকে ভয় পাইতাম। এখন সেনাবাহিনী আমাদেরকে খাবার দিচ্ছে, ফ্রি চিকিৎসা দিচ্ছে। আগে তো চিকিৎসার জন্য শহরে যাওয়া লাগে। এখন তো গ্রামে চিকিৎসা দিচ্ছে। আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম শুধু স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধ না থেকে মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছ। সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *