মোঃ কবির হোসেন স্টাফ রিপোর্টারঃআজ থেকে সারাদেশে এলাকা ভিত্তিক লোডশেডিং করা বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশে সরকারের বিদ্যুৎ কর্তৃপক্ষ। সেই সঙ্গে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে লক্ষ্যে বাংলাদেশের সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।
গত সোমবার প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এসব সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, জ্বালানি তেলে লোকসান কমাতে এসব উদ্যোগ নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ।
তারই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী বিদ্যুৎ সরবরাহ (ওজাপাডিকো) এর উদ্যেগে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট চলমান, ভৌতিক বিল, গ্রাহক হয়রানি, বিলিং শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ এবং সরকারের পক্ষ থেকে বর্তমান জনসাধারণের ভিতরে বিদ্যুৎ সরবরাহ করা , গ্রাহক সেবার মান সঠিক ভাবে নিশ্চিত করা, চলমান পরিস্থিতি নিয়ে এক গণশুনানি সভা অনুষ্ঠিত হয় ।
১৯ ই জুলাই রোজ (মঙ্গলবার) সকাল ১০ টায় বোরহানউদ্দিন ( ওজাপাডিকো) বিদ্যুৎ সেবা কেন্দ্রে এই গণশুনানির আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমজনতার মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিয়ে গ্রাহকদের বিভিন্ন সমস্যার নানামুখী প্রশ্নের উত্তর দেন, মোঃ ফিরোজ সন্যামত আবাসিক প্রকৌশলী বোরহানউদ্দিন (ওজাপাডিকো) ।
গণশুনানি সভায় উপস্থিত ছিলেন , বোরহানউদ্দিন বিদ্যুৎ সরবরাহ (ওজাপাডিকো) উপসহকারী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান , মোঃ হুমায়ুন কবির , বোরহানউদ্দিন পৌর ৪ নং ওয়ার্ড কমিশনার মোঃ সালাহউদ্দিন পঞ্চায়েত , টগবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হাওলাদার এবং সমাজের বিভিন্ন পেশাজীবি মানুষ এই গণশুনানি সভায় অংশগ্রহণ করেন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.