সাইফুল ইসলাম,রাজবাড়ী জেলা প্রতিনিধিঃসারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ২২০টি পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি-কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে জমি ও গৃহ হস্তান্তর প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।এ পর্যায়ে সারাদেশে ২৬ হাজার ২২৯টি পরিবারের মাঝে ঘর ও ভূমি হস্তান্তর করা হয়।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ভূমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা নির্বাাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক জয়ন্তাী রুপা রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা,, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস,বহরপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম,জামালপুর ইউপি চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগগীর,ইসলামপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার,জংগল ইউপি চেয়ারম্যান কল্লোল বসু, নারুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.