মিজানুর রহমান (লাভলু),কানাইঘাট প্রতিনিধিঃএবারের ভয়াবহ বন্যায় অন্যের বাড়ীতে কাজ করে জীবিকা নিবার্হকারী কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামের হতদরিদ্র স্বামী পরিত্যক্ত রাহেনা বেগমের বসত ঘরটি বন্যার পানিতে বিধ্বস্ত হলে দুই মেয়েকে নিয়ে অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছিলেন তিনি। পুনরায় বসতঘরটি
নিমার্ন করতে হাতে ছিল না একটিও টাকা রাহেনা বেগমের। বন্যার পানিতে ঘর হারিয়ে দুই মেয়েকে নিয়ে ছিলেন দুশ্চিন্তায় কিন্তু তার স্বপ্ন পূরন করেছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা খসরুজ্জামান কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান। হতদরিদ্র রাহেনা বেগমের বিধ্বস্ত ঘরটি দেখে তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন সমাজকর্মী সাবেক ছাত্রনেতা এবারের ভয়াবহ বন্যায় বন্যার্ত পরিবারের পাশে দাড়িয়ে যারা সহযোগিতার
হাত প্রসারিত করেছিলেন তাদেরই একজন মারুফ আহমদ। তার ফেইসবুক পেইজে কিছুদিন পূর্বে রাহেনা বেগমের বন্যায় ভেঙ্গে যাওয়া কাঁচা টিনশেডের বসতঘরটির ছবি পোস্ট করেন তিনি। সাথে সাথে ভাঙ্গা ঘরের ছবি দেখে যুক্তরাজ্য শাখা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক খসরুজ্জামান কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান হতদরিদ্র রাহেনা
বেগমকে টিনশেডের একটি নতুন ঘর নিমার্ন করে দেওয়া সহ সাথে ২টি খাট, আনুসাঙ্গিক জিনিসপত্র ও একমাসের খাবার দিয়ে পাশে দাড়ান তিনি। গত বুধবার বিকেল ৩টায় আনুষ্ঠানিক ভাবে টিনশেডের ঘরের চাবি, একমাসের খাবার রাহেনা বেগমের কাছে হস্তান্তর করেন
খসরুজ্জামান কল্যান ট্রাস্টের পক্ষে কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ,কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ। বন্যায় ভিট বাড়ীহারা হতদরিদ্র রাহেনা বেগম নতুন টিনশেডের ঘর ও ঘরের আনুসাঙ্গিক জিনিসপত্র এবং একমাসের খাবার পেয়ে আনন্দে কেঁেদ ফেলেন তিনি। এসময় দু’হাত তোলে রাহেনা বেগম
খসরুজ্জামানের প্রতি দোয়া করে বলেন এবারের বন্যার পানিতে তার একমাত্র বসবাসের ঘরখানা একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। দুইমেয়েকে নিয়ে অন্যের বাড়ীতে বসবাস করছিলেন। ঘর নিমার্নের মতো তাহার হাতে কোন টাকাও ছিল না কখনো ভাবেননি আবারো ঘর বানাতে
পারবেন। নতুন টিনশেডের সুন্দর ঘরখানা পেয়ে সন্তানদের নিয়ে সুখে থাকবেন আর প্রানভরে
দোয়া করবেন যিনি তাকে ঘর নিমার্ন করে দিয়েছেন। ঘর হস্তান্তরকালে থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ সহ অন্যরা বলেন দীর্ঘদিন থেকে কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী খসরুজ্জামান কাজ করে যাচ্ছেন। এবারের বন্যায় তার ট্রাস্টের পক্ষ থেকে ভানবাসী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি অসুস্থ্যদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান এবং হতদরিদ্র রাহেনা বেগমকে টিনশেডের ঘর নিমার্ণ করে দেওয়ায় খসরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.