বিশেষ প্রতিবেদক,ওসমান আল হুমামঃআজ সকালে রৌদ্র একটু প্রখর হলেই বাংলাদেশ আওয়ামী লীগের হলদিয়াপালং ইউনিয়ন শাখার বহুল আকাঙ্ক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন।
ব্যানার পোস্টারে ছেয়ে গিয়েছে প্রোগ্রামের আশে-পাশের অলিগলি। টক অব দ্য টক অব হলদিয়া পালং ইউনিয়ন জুড়ে। কারা হতে যাচ্ছেন উখিয়া উপজেলার দশদিক প্রতিদ্বন্দ্বী দাপুটে নেতাদের অভয়ারণ্য ৩নং হলদিয়া পালং এর আগামীর কাণ্ডারি। সরগরম চায়ের দোকান থেকে শুরু করে যেকোনো ধরণের আলাপসালাপে ঠাঁই করে নিচ্ছে আজ সম্মেলন। বহুমুখী বিশ্লেষণ, জল্পনা কল্পনা, ভবিষ্যদ্বাণী সবকিছুর চুলচেরা যাচাই-বাছাই চলছে মহোৎসবে। মূলত আলোচনার কেন্দ্রবিন্দু সভাপতি সাধারণ সম্পাদক পদে কে আসছেন।
নতুন নেতৃত্বের জয়গান গাওয়া বাংলাদেশ আওয়ামী হলদিয়া পালং ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ শেষনের নয়া কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন পরিচ্ছন্ন ও মেধাবী রাজনীতিবিদ এবং বাংলাদেশ ছাত্রলীগ হলদিয়া পালং ইউনিয়ন শাখার সাবেক রাজপথ কাঁপানো সাবেক সফল সভাপতি, বর্তমান আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শাহজাহান শাজু।
মোটাদাগে একজনকে ঘিরে সভাপতি সাধারণ সম্পাদক পদে আলোচনায় ভরপুর। বিষয়টি আজকের সম্মেলনকে এনে দিয়েছে একটি নতুন মাত্রা। সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী বহুজনের নাম আসলেও ঘুরেফিরে আলোচনায় জায়গা করে নিচ্ছে হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি বর্তমান উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজকের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী শাহজাহান শাজু। তাকে নিয়ে চলছে জোরেশোরে আলাপ আলোচনা।
আজ সকাল ১০.৩০ মিনিটে মরিচ্যা বাজার দক্ষিণ স্টেশন কমিউনিটি সেন্টার এর হল মিলনায়তনে ৩নং হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইসলাম এর সভাপতিত্বে অধিবেশন শুরু হবার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, উখিয়া-টেকনাফ উপজেলার সম্মেলন টীম প্রধান শাহ আলম চৌধুরী। হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলর প্রমুখ উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ ছাড়া জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা নতুন নেতৃত্বের হাতে আসুক হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের স্টিয়ারিং। অনেকে শাহজাহান শাজুর নেতৃত্বে হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিটি ইউনিট সুসংহত করতে চায়। ১/১১ এর কঠিন সময়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে প্রতিবাদ প্রতিরোধে অগ্রভাগে থেকেছে রাজপথে। যার কারণে মূল্যায়িত হয় অতীত দিনগুলোতে।
শাহজাহান শাজু এক মানবিক নেতাও বটে। বিশেষ করে করোনাকালীন যেখানে মানুষ হম্বিতম্বি খেয়ে ঘরবন্দি হয়ে পড়েছিলো, সেখানে নিজের জানবাজি রেখে ব্যানার বিহীন হতদরিদ্র, অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে, রমযানে দিয়েছে ইফতারসামগ্রী। স্থাপন করেছে এক বিরল মানবিক দৃষ্টান্ত। সবকিছু মিলিয়ে একটি পরিশুদ্ধ আওয়ামী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে শাজুতেই ভরসা করছে তৃণমূলের নেতাকর্মীরা।
সর্বোপরি হলদিয়া পালং ইউনিয়নের সচেতন মহল ও আওয়ামীপ্রেমী মানুষের একান্ত চাওয়া আজকের সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
তাতে করে আন্দোলন সংগ্রামের দাবানল থেকে জন্ম নেয়া আলোকিত মানুষের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের হলদিয়া পালং ইউনিয়ন শাখা সুসংগঠিত হবে।
আজকের সম্মেলনে সভাপতি পদে আলোচনায় আছেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির প্রতাপশালী সভাপতি জননেতা আলহাজ্ব ইসলাম মেম্বার, জেলা পরিষদ সদস্য জনাবা আশরাফ জাহান কাজল।
তবে, আর সাধারণ সম্পাদক পদে শাহজাহান শাজু ছাড়া ও উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান সালেহ চৌধুরী সোহাগ, আবুল হোসেন আবুর নামও আলোচনায় আছে।
সভাপতি-সাধারণ সম্পাদকের পাশাপাশি অন্য পদগুলোর জন্য জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে। তবে সম্মেলনে শুধু সভাপতি-সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা হতে পারে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.