মোঃ মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃমাদক, জঙ্গী, ইভটিজিং, বাল্য - বিবাহ, সাইবার ক্রাইম সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ভোলার লালমোহনের রমাগঞ্জের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে,২৩ জুলাই অপরাধ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, একাডেমিক সুপারভাইজার মদন মহন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন, রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়া।
এসময় ১ নং ওয়ার্ডে এ মন্দিরের খুঁটির সাথে বেধে প্রতিবন্ধী যুবককে মারধরের ঘটনায়, মানসিক প্রতিবন্ধী জয় চন্দ্র মিস্ত্রির বাবার কাছে, জেলা প্রশাসক এর পক্ষ থেকে চিকিৎসার জন্য, নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
নির্যাতনকারী তাপস মৃধাসহ ৩ জন কে আটক করে আদালতে সোপর্দ করে লালমোহন থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.