জাকির হোসেন,বরিশালঃবরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নে দীর্ঘদিনের অবহেলিত ও বেহাল দশার সাকোটি
জন সাধারনের চলাচলের উপযোগী করে দিলেন এস আই জিয়াউর রহমান। উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের পশ্চিম আউয়ারের হেমায়েত হোসেন এর বাড়ির সামনের এই সাকোটি দীর্ঘদিন যাবৎ ছিল চলাচলের অনুপযোগী। স্কুল কলেজ শিক্ষার্থীসহ সাধারন মানুষের চলাচলের একমাত্র সহায় এই সাকোঁটি। জন প্রতিনিধিদের নজরে আসেনি এই বেহাল দশা সাকোঁর অবস্থান। জনপ্রতিনিধি না হয়ে ও মানুষের দুঃখ দুর্দশার কথা উপলব্ধি করেছেন আউয়ারের কৃতিসন্তান এস আই জিয়াউর রহমান। তাইতো নিজ অর্থায়নে এলাকার মানুষের দুর্দশা লাগবের জন্য ছুটিতে এসে পুল তৈরি করে দেন এই জিয়া। তিনি বরিশালের বানরীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান বালীর ছেলে। এস আই জিয়া বিগত দিনে বিভিন্ন সময় সমাজ সেবা মুলক কাজে অংশ গ্রহন করেছেন। নিজ অর্থায়নে সমাজের অনেক সেবামুলক কাজ করেছেন। এই বিষয়ে এলাকার এক মুরব্বি বলেন আমি আল্লাহর কাছে হাত জোড় করে জিয়ার জন্য দোয়া চাই। আমার নাতিটি ২ দিন স্কুলে যেতে পারেনি চার ভাঙ্গা থাকার কারনে। এখন আমি আমার নাতি সহ সবাই ভালো ভাবে চলাফেরা করতে পারবো। এস আই জিয়াউর রহমান বলেন এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমার এলাকার জনসাধারন একটি পুলের জন্য হাটতে পারবে না এটা আমাদের সৈয়দকাঠির জন্য লজ্জাকর। তাছাড়া আমাদের সবারই উচিত যার যার জায়গা থেকে সমাজের সমস্যা যতটুকু সম্ভব পাশে দাড়ানো। আমি ও সেটা করেছি মাত্র।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.