নিজস্ব প্রতিবেদকঃবীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ,কেন্দ্রীয় এর নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে ভোটের ফল প্রকাশ করা হয়।
নির্বাচনে চেয়ারম্যান মোঃ খালেদুজ্জামান (ফারছিম), মহাসচিব গাজী শাফায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাকিব মিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ সিয়াম আহমেদ, অর্থ সম্পাদক নকিব উল্লাহ নির্বাচিত হয়েছেন।
মুক্তিযুদ্ধের চেতনা-কে বুকে ধারণ করে নিঃস্বার্থভাবে মুক্তিযোদ্ধা পরিবার তথা দেশের সেবা করতে নিজেদের অর্থায়নে ২০১৯ সালে যাত্রা শুরু করে মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের স্বতন্ত্র সংগঠন "বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।" মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে অত্যাচার,দেশের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংগঠনটি সদা-সোচ্চার।
কেন্দ্রীয় এর পাশাপাশি সংগঠনটির সারাদেশে শাখা রয়েছে এবং সংগঠনের সদস্য হতে হলে প্রত্যেক সদস্য-কে তাদের বীর মুক্তিযোদ্ধা নানা/দাদার মুক্তিযোদ্ধা সনদ ও তার সাথে সম্পর্কের প্রমাণপত্র জমা দিয়ে সদস্যপদ নিতে হয়।
ছাত্র, পুলিশ, ডাক্তার, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী,ব্যবসায়ী,ব্যাংকার,ইঞ্জিনিয়ার,সাহিত্যিক-সহ বিভিন্ন পেশার, বয়সের, মতবাদের মুক্তিযুদ্ধের চেতনাধারী বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের নিয়ে সংগঠনটি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নিয়মতান্ত্রিক ভাবে চলে আসা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সংগঠনটির ভোটার সংখ্যা ছিল ৬৮ জন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.