মোঃ মজিবর রহমান শেখঃপ্রেম-ভালোবাসা মাঝে মাঝে সত্যিই অন্ধ করে দেয় মানুষকে। তাইতো প্রেম মানে না কোন বয়স, কোন নিয়ম। সমাজ যতই বাঁকা চোখে তাকাক, কটু কথা শোনাক, প্রেমের কাছে সকল বাধাই তুচ্ছ। তাইতো প্রেমের টানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এসেছেন ইতালিয়ান যুবক আলী শান্দ্র । ২৫ জুলাই তিনি বাংলাদেশে আসেন। এরপর পরিবারের সম্মতিতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকো পাড়া গ্রামের সাকরুস চন্দ্রের মেয়ে রতা (২০) এর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। প্রেমের টানে ইতালি থেকে ছুটে আসা যুবক আলী শান্দ্র (৪০) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকোপাড়া গ্রামের সাকরুুস চন্দ্রের কন্যা রতা ( ২০) কে বিয়ে করেছেন। ২৫ জুলাই রাতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। জানা যায়, রতা সনাতন ধর্মাবলম্বী হওয়ায় সনাতন ধর্মাবলম্বী অনুসারেই তাদের বিয়ে সম্পন্ন হয়। মোবাইলে প্রেম, ভালোবাসা, দেখাদেখি এরপর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন। বিয়ের পরে রতা স্বামীর সাথে ইতালিতেই যাওয়ার কথা বলে জানায় রত্নার পরিবার।
এদিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে ইতালিয়ান যুবককে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.