মোঃ খলিলুর রহমান সাতক্ষীরাঃসাতক্ষীরার আশাশুনিতে আদালতে নির্দেশ অমান্য করে জবর দখলকৃত জমিতে মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে প্রকৃত জমির মালিকদের দখল দেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে অনশন পালন করছে ভুক্ত ভোগীরা। আজ ভোর ৬টা থেকে আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাজেদ আলী গাইনের নেতৃত্বে জমির মালিক মাজেদ আলি গাইন, আয়ুব আলি গাইন, মনিরুল গাইন, মিজানুর গাইন, নুরুজ্জামান, জহুরুল, আনারুল, রাবেয়াখাতুন, জবেদাখাতুন, জেসমিন খাতুন, আজিজাখাতুন, আনোয়ারাখাতুন, নাছিমাখাতুন, সোহাগ আলম, সোহান আলম ৩টি দুগ্ধ পোষ্য শিশুকে সাথে নিয়ে অনশন করছেন। সকাল থেকে টিপটিপ বৃষ্টির মধ্যে পলিথিন মাথায় দিয়ে রাজাপুর গ্রামে জবর দখল কওে নির্মাধীন মার্কেটের সামনের মোড়ে এ অনশন করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনের মত অনশন পালন করেছে তারা ।
অনশন কারীরা বলেন, রাজাপুর মৌজায় এসএ১১ ও আরএস ২৬৬ খতিয়ানে ২৮৪, ২৮৮, ২৯১, ২৯৪ ও ২৯৬দাগে ৪৬শতক জমির পৈত্রিক মালিক উজির আলী গাইন, শামছুর গাইনসহ ৬জন। স্থানীয় ইউপি সদস্য শহিদুলই সলাম ৫টি দাগের ৩শতক জমি ক্রয় করেন শামছুরের নিকট থেকে ।এব ং২৯৪ ও২৯৬ দাগ চিহ্নিত কওে নেয় ।অপর শরীক আয়ুব আলী টাকা আমানত করলে বিজ্ঞ আদালত স্থগিতাদেশ করেন। মেম্বারের ভাই ছাইদ একই মৌজাও দাগে একই দাতার নিকট থেকে একই দাগ চিহ্নিত কওে ২শতক জমি ক্রয় করেন ।এবার ও আয়ুব আলী টাকা আমানত করলে তার পক্ষে রায় হয়।অন্যদিকে আপোষনামা দেখিয়ে জমির মিউটেশান সম্পন্ন করা হয়।জমির মালিকরা জানান ভূয়া আপোষ নামা দেখিয়ে করা মিউটিশানের খবর জানতে পেরে তারা (আয়ুব আলী গাইন গং) সহকারী কমিশনার (ভূমি) আশাশুনিতে রেকর্ড সংশোধনী মামলা করেছেন। কিন্তু মেম্বার শহিদুল আদালতের স্থগিতাদেশ ওমামলা চলাকালীন সময়ে ৫টি দাগে ক্রয় কৃতজমি ৫দাগে দখল নানিয়ে কেবল মাত্র ২৯৪ দাগে অবৈধ ভাবে জবর দখল নিয়ে ঘর নির্মাণ করে চলেছেন। জমির মালিকদেও হুমকি ধামকি দিয়ে জবর দখল ও নির্মাণ কাজ অব্যাহত রাখায় তারা কাফনের কাপড় পরিধান করে অনশন করতে বাধ্য হয়েছেন। দাবী আদায়না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে বলে সাংবাদিকদেও জানান।
মেম্বও শহীদুল ইসলাম জানান, আমার ন্যায্য মূল্যে কেনা জমিতে ঘর তৈরি করছি। আমার নির্বাচনী প্রতিপক্ষেও দ্বারা প্ররোচিত হয় । আমার বিরুদ্ধে অপপ্রচার ও অনশনের নাটক করছে।
থানা অফিসার ইনচাজর্ মমিনুল ইসলাম পিপিএম জানান -অনশনের ঘটঁনাটি শুনেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.