সাইফুল ইসলাম,রাজবাড়ী জেলা প্রতিনিধিঃফরিদপুর র্যাব-৮, সি পিসি-২ ক্যাম্পের একটি দল রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী সাতটি অস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, গত সোমবার ২৫ জুলাই দুপুর ০১.৩০ মিনিটে উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের মো. ইমরান মিয়া (২২) এর বসত ঘর থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।ইমরান মিয়া জীবননালা গ্রামের মোঃ রাজ্জাক মিয়ার ছেলে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, দেশীয় তৈরী ২টি পাইপগান, ৪টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার ও শর্টগানের ৩টি কার্তুজ।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানান,বর্তমানে দেশের যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অপরাধে মো. ইমরান মিয়া (২২) ও তার পিতা মো. আব্দুর রাজ্জাক মিয়া(৫০) এর বিরুদ্ধে ARMS ACT, ১৮৭৮ এর ১৯A ধারায় (২৬ জুলাই) পাংশা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তারা আগে থেকেই পলাতক ছিলো।
পাংশা মডেল থানার পরিদর্শক তদন্ত উত্তম কুমার ঘোষ জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মো. ইমরান মিয়াকে প্রধান আসামি ও পিতা মোঃ আব্দুর রাজ্জাক মিয়াকে আসামি করে ২৬ জুলাই (মঙ্গলবার) পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। মামলা নম্বর-১১।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.