মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও পৌরসভার পানি সরবরাহ নতুন লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়। ২৬ জুলাই মঙ্গলবার বিকেলে পৌর শহরের আশ্রমপাড়ায় ফিতা কেটে স্থাপন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। “পৌরসভার নিরাপদ পানি সরবরাহ এবং অল্টারমেন্টাল স্যানিটেশন সম্প্রসারণ উন্নয়ন প্রকল্পে”র আওতায় উদ্বোধনীর সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: হারুন-অর-রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: আব্দুল মালেক, পৌরসভার কাউন্সিলর মো: রমজান আলী ও প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান প্রাইম মোনালিসা (জেভি) ঢাকার প্রতিতিধিবৃন্দ। উল্লেখ্য, পৌরসভায় ১২টি ওয়ার্ডের মোট ২০ কিলোমিটার নতুন এই পাইপ লাইন স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রকল্প ব্যায় ধরা হয়েছে ৫ কোটি। প্রকল্পের সময়মাল ধরা হয় ২০২৩ সাল।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.