এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃতৃণমূল পর্যায়ের কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরতে গাইবান্ধায় সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক পর্যায়ের কবি-সাহিত্যিক ও গুণিজনদের এ সম্মেলন উৎসবে পরিণত হয়। জেলার বিশিষ্টজনরাসহ বিভিন্ন এলাকা থেকে ছড়াকার-কবি-সাহিত্যিক এ সম্মেলনে অংশ নেয়। ফলে দিনভর এলাকাটি মুখরিত হয়ে ওঠে বিশিষ্টজনের পদচারণায়।
মঙ্গলবার (২৬ জুলাই) গাইবান্ধা জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে সকাল থেকেই ছড়াকার-করি-সাহিত্যিক ও গুণিজনদের পদচারণা দেখা যায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গাইবান্ধা জেলা প্রশাসন এই সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। এ উপলক্ষে সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে স্বাধীনতা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও পৌর মেয়রের প্রতিনিধি প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম। পঠিত প্রবন্ধের ওপর আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিশিষ্ট শিক্ষাবিদ মাজহারউল মান্নান ও কবি সরোজ দেব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি।
বিকালে দ্বিতীয় অধিবেশনে সাহিত্য সম্মেলন আয়োজন কমিটির আহবায়ক কবি সরোজ দেবের সভাপতিত্বে ও সম্পা দেবের সঞ্চালনায় তৃণমূলের কবি সাহিত্যিকরা তাদের সাহিত্যকর্ম উপস্থাপন করেন। এরআগে প্রসঙ্গ কথা বলেন সাহিত্য সম্মেলন আয়োজন কমিটির সদস্য সচিব দেবাশীষ দাশ দেবু। এদিকে বুধবার একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.