স্বপন কুমার রায় খুলনা ব্যুরোপ্রধানঃ "মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গগবো"এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে নিয়ে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সমাজসেবক,সর্বস্তরের মানুষের মাঝে সচেতনা সৃষ্টি করতে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ও খুলনা মাদক নিয়ন্ত্রণ কার্যলায়ের সহযোগিতায় মাদক বিরোধী গণ সচেতনা মুলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টার দিকে দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তিৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ থানা পুলিশের
অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বস,দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ,ইউপি চেয়ারম্যান মানস রায়,ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়,ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ,চালনা এমএম কলেজের অধ্যক্ষ অসিম কুমার থান্দার,দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভুইয়া,সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির,,পৌর কাউন্সিলার রুস্তম আলী খান,সিপিপির দেবাশীষ ঢালী উপস্হিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বুন্দ।
বক্তরা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে মাদককে এই দেশ থেকে বিদায় দিতে হবে। সমাজকে রক্ষা করতে হলে মাদক নির্মুলের কোন বিকল্প নেই।তাই আসুন সবাই মিলে মাদক রুখি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি। সমাজ থেকে মাদক নির্মুল করতে বক্তরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.