স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃবিদুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষে রাত ৮ টার পর সারা দেশে দোকান,শপিংমল,মার্কেট, বিপনি বিতান,কাঁচা বাজার খোলা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার যথাযত বাস্তবায়ন নিশ্চিত করতে খুলনার কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেশ বিশ্বাস ২৬ জুলাই মঙ্গল বার কয়রা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। রাত ৮ টার পর দোকান,শপিংমল মার্কেট,বিপণি বিতান,কাঁচাবাজার ইত্যাদী খোলা না রাখার জন্য বলেন নির্বাহী অফিসার অনিমেশ বিশ্বাস।কিছু দোকোন রাত ৮ টায় খোলা দেখতে পান উপজেলা নির্বাহী আফিসার তাদের কে সরকারি নির্দেশনা মানার জন্য বলেন এবং পরবর্ত্তিতে নির্দেশনা অমান্য কারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে বলে জানান কয়রা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস।
ইতি মধ্যে সংশিষ্ট দের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃআহসান কিবিরিয়া সিদ্দিকি স্বাক্ষারিত এক চিঠিতে এমন নির্দেশনা বাস্তবায়ন করতে ১৬ জুন স্বাক্ষারিত চিঠিটি এরই মধ্যে সংশিষ্ঠ মন্ত্রাণালয় , দপ্তর সহ মাঠ প্রশাসনের কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়,বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মুল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্হিতিতে বিদুৎ ও জ্বালনি সাশ্রয়ের ণিমিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা প্রদান করেছেন।
এলক্ষে বাংলাদেস শ্রম আইন ২০০৬ -এর ১১৪ ধারার বিধান কঠোর ভাবে প্রতিপালন পুর্বক সারা দেশে রাত ৮ টার পর দোকান,শপিংমল,মার্কেট,বিপণি বিতান,কাঁচাবাজার ইত্যাদি খোলা না রখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.