লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জে হোসেনপুর উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে খাইয়ে একই পরিবারের পাঁচজনকে অজ্ঞান করে সর্বস্ব চুরি নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে উপজেলার বীর হাজীপুর গ্রামের রতন ফকিরের বাড়িতে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।তারা হলেন উপজেলার বীর হাজীপুর গ্রামের রতন ফকির (৫৫), তার স্ত্রী আম্বিয়া খাতুন (৫০), পুত্রবধূ আছিয়া খাতুন (২৫), রতন ফকিরের ছেলে হবি উল্লাহ (২২) ও মেয়ে হাছনা আক্তার (১৮)।জানা গেছে, মঙ্গলবার রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে থাকা তিনটি মোবাইল ফোনসেট,স্বর্ণালংকারসহ আনুমানিক ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে রান্নাঘরে থাকা খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে রতন ফকিরের পরিবারের সদস্যদের ধারণা।হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবদুল্লাহ আল শামীম জানান, বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.