মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই), বিকেল ৫ টার দিকে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
গাংনী উপজেলা কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শরীফ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, কুটিরশিল্প বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুল ইসলাম স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম বাদশা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও গাংনী উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ফজলুল হক।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব-উল-আলম শান্তি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, কৃষক লীগ নেতা বদরুল আলম বুদু, আলাল উদ্দীন রিন্টু, আব্দুস সাত্তার, প্রভাষক রিয়াজ উদ্দীন, কৃষক লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী থাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে বর্তমান সভাপতি মোশারেফ হোসেন ইলিশ মাছ মার্কা প্রতীক, সাধারন সম্পাদক আতিয়ার রহমান দোয়েল পাখি মার্কা, প্রভাষক রিয়াজ উদ্দীন কাঁঠাল মার্কা এবং জাহাঙ্গীর আলম বাদশা বাঘ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। ২৯১ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোটার তাদের ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি হিসাবে আতিয়ার রহমান কে নির্বাচন করেন। সাধারন সম্পাদক পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মশিউর রহমান পলাশ নির্বাচিত হন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.