মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৮লাখ টাকা মূল্যর ৩৭টি নিষিদ্ধ বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ।
শুক্রবার (২৯ জুলাই) বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জগার খাল মাছঘাট এলাকা থেকে এই জাল আটক করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ সহ কোষ্টগার্ড দক্ষিন জোন, র্যাব ও বোরহানউদ্দিন থানা পুলিশের টিম।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ বলেন,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারায় বেহুন্দি জাল,চরঘেরা মশারি জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ন নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরে জানান, বেহুন্দি, মশারী, চরঘেরা জালে মাছের ডিম এবং অতি ছোট মাছ জালে ঢুকে আটকা পড়ে যায়। এতে করে মৎস্য সম্পদের প্রচুর ক্ষতি হয়। তাই এসব মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করার জন্যই আমাদের এ বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.