এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। দোলনচাঁপা ট্রেন বিরতি বাস্তবায়ন পরিষদের ব্যানারে এলাকাবাসী শনিবার (৩০ জুলাই) দুপুরে সদর উপজেলার বাদিয়াখালী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দোলনচাঁপা ট্রেন বিরতি বাস্তবায়ন পরিষদ আহ্বায়ক কাজী আব্দুল খালেকের সভপাতিত্বে অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অ্যাড. ফারুক কবীর, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকারকর্মী অঞ্জলী রাণী দেবী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, আব্দুল মাজেদ সালাফী, গোলাম মোস্তফা মাসুদ প্রমুখ।
প্রসঙ্গত: গাইবান্ধার বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গত ১৬ জুলাই বাদিয়াখালী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.