রাকিব হোসেন, ঢাকাঃভারত- বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব আয়োজিত সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৮ঃ৩০ মিনিটে সুরের মূর্ছনায় গুলশান ক্লাব মাতালেন দুই দেশের শিল্পীরা, অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী দিলীপ মজুমদার,দিল্লির শ্রীতমাহা ও ঢাকার শর্মী ইসলাম,জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করে মাতিয়ে রাখেন শ্রোতাদের।
এই সময় ভারতীয় জনপ্রিয় সংগীত শিল্পী শ্রীতমাহা বলেন আমার এটা প্রথম বাংলাদেশে গান পরিবেশন করা, আর সবাই খুবই ভালো বলছে সেই সাথে তিনি জানান বাংলাদেশের শিল্পীদের ও শ্রোতাদের ভালোবাসায় মুগ্ধতার কথা
অনুষ্ঠানে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা প্রেসিডেন্ট মোঃ নাসির উদ্দিন আজকের দর্পন কে জানান, ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয় নিয়ে ভারত ও বাংলাদেশ দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিবারই এই আয়োজন করা হয়। এটি উপভোগ করার মতো। দুই দেশের মিলনমেলা ছিল আজকের আযোজন। দুই দেশে শান্তি-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস সফল হয়েছে। ভবিষ্যতেও এই আয়োজনের ধারা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.