নিজস্ব প্রতিবেদকঃফেলোশীপ উইথ দি ইউনিক স্টারস শিরোনামে এসওএস চিলড্রেন্স ভিলেজে রোটারীর আয়োজনে এক অন্যরকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (৩১জুন) উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার এম.এ ওহাব। অনুষ্ঠানের শুরুতে এসওএস চিলড্রেন্স ভিলেজ ও ভিলেজের কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য দেন ঢাকা রাইজিং স্টারস্ এর প্রেসিডেন্ট এবং এসওএস চিলড্রেন্স ভিলেজের ন্যাশনাল ডিরেক্টর ডাঃ এনামুল হক।
রোটারি ক্লাব অব ঢাকা প্যাসিফিকের চার্টাড প্রেসিডেন্ট ফেরদৌস রহমান প্রোগ্রামটি কো অর্ডিনেট করেন।
অনুষ্ঠানে এসওএস চিলড্রেন্স ভিলেজের শিশু-কিশোর ও কিশোরীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মূলত তাদেরকে উপলক্ষ করেই অনুষ্ঠানের নামকরণ করা হয় ইউনিক স্টারস।
অনুষ্ঠানে বসার আয়োজন করা হয় একটু ভিন্নভাবে একজন রোটারীয়ানের পাশে একজন করে শিশু-কিশোর কিংবা কিশোরীর আসন গ্রহণ ও ফেলোশীপ তৈরি করার মাধ্যমে।
আয়োজনের মধ্যে জলবায়ু প্রেক্ষিত বিবেচনায় রেখে শিশু-কিশোর ও কিশোরীরা বায়ুদূষণ বিষয়টিকে সমস্যা হিসেবে বেছে নিয়ে এটি সমাধানে কি করা যায় তার উপায় খুঁজে বের করেন এবং তা সবার সামনে উপস্থাপন করেন। সে সকল সমাধানের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বেরিয়ে আসে সেগুলোর মধ্যে স্বল্প দূরত্বে পায়ে হেঁটে চলাচলের অভ্যাস গড়ে তোলা, গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়া, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, বিদ্যুৎ-এসি ইত্যাদির ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণ কমিয়ে আনা ইত্যাদি অন্যতম।
বিভিন্ন পণ্য সমাহার রাখা হয়েছিলো একটি স্থানে। তারপরে নির্দিষ্ট পরিমাণ টাকা শিশু-কিশোর ও কিশোরীদের হাতে তুলে দিয়ে কীভাবে সেটা তারা ব্যয় করেন কিংবা নিজেরা পরিকল্পনা করে খরচ করেন- অনুষ্ঠানের একটি পর্বে এ ধরনের একটি অভিজ্ঞতা অর্জনের সুযোগও শিশু-কিশোর ও কিশোরীদের জন্য করে দেওয়া হয়।
যৌথভাবে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করে রোটারী ক্লাব অফ ঢাকা প্যাসিফিক, ঢাকা রাইজিং স্টারস্, আবির্ভাব ঢাকা, বনানী ঢাকা, ভাওয়াল, ঢাকা অরোরা, ঢাকা সিটি, ঢাকা ড্রিমার্স, ঢাকা ইস্ট, ঢাকা প্যারাগন, ঢাকা পূর্বাশা, ঢাকা শাইনিং, ঢাকা স্টারস্, ইস্কাটন ঢাকা, গুলশান এভিনিউ, গুলশান টাইগারস্, কাকরাইল ঢাকা, মানিকগঞ্জ সিনার্জী, পূর্বাচন গ্রীন সিটি ঢাকা এবং শান্তিনগর ঢাকা।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান অ্যাম্বাসেডর সোহরাব হোসেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে এসওএস ভিলেজ পরিদর্শন করা হয়। এছাড়া জন্মদিন উদযাপনসহ ফাঁকে ফাঁকে শিশু-কিশোর ও কিশোরীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
এছাড়া সকালে ঢাকা রাইজিং স্টারস্ ও ঢাকা স্টারস্ এর উদ্যোগে এসওএস চিলড্রেন্স ভিলেজের প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মকাণ্ডও পরিচালিত হয়। সেই কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রাইজিং স্টারস্ এর চার্টার্ড প্রেসিডেন্ট প্রফেসর শাহ আলম চৌধুরী, রোটারিয়ান মিলি রহমান,রোটারিয়ান ডালিয়া দাস, রোটারিয়ান আসিফ, রোটারিয়ান বিধান চন্দ্র পাল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.