মোঃ খলিলুর রহমান সাতক্ষীরাঃবাংলা সাহিত্যরথী নানান সাংস্কৃতি দিয়ে সাহিত্যরসে যেন কানায় কানায় পূর্ন। এরই ধারাবাহিকতায় আজ ৩১ জুলাই রোববার
তীব্রতর গরম আর ফসলহানি থেকে রক্ষা পেতে সাতক্ষীরার তালা উপজেলার কৃষিখ্যত পাঁচপাড়া গ্রামের কিশোর- কিশোরী সহ নানা বয়সী ছেলে মেয়ে জলকাঁদা সৃষ্টি করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছে।
স্থানীয় যুবক আলতাফ হোসেনের নেতৃত্বে ভরা দুপুরে ৫০ থেকে ৬০ জনের একদল দুরান্ত শিশুরা জল নিয়ে তা গায়ে ঢেলে কাঁদামাটি করে প্রতি বাড়ি থেকে চাউল ও টাকা তুলে তা দিয়ে বনভোজনে করেছে। এ সময় তাঁরা ''আল্লাহ মেঘ দে পানি দে'' গানে গানে পুরা গ্রাম কাঁদামাটি করে।বৃষ্টির জন্য সকল ধর্মের মানুষেরা বিভিন্ন ভাবে প্রার্থনা করে থাকে।তবে জলকাঁদা করে বৃষ্টির জন্য কৃষকের বাড়িতে বাঁড়িতে হৈ -হৌল্লল করা এ দেশের বা আবহমান বাংলার চির অম্লান স্মৃতি বলে জানিয়েছেন অধ্যক্ষ ফকির আহম্মেদ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.