আনোয়ার হোসেন,কমলনগর,রামগতি,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগর (রামগতি) উপজেলার চর কালকিনি,সাহেবেরহাট,চর ফলকন,পাটোওয়ারিরহাটও চরআলেকজান্ডার ইউনিয়নের মানুষ হেরে যাচ্ছে সর্বনাশা মেঘনা নদীর কাছে। শত মানুষের বসবাস এই নদীর ধারে। বর্ষা বা বসন্ত নেই একটু সুযোগ পেলেই তছনছ করে দেয় সাধারন মানুষের বাড়িঘর। নদীর পাশে যারা তির রক্ষাবাধ হবে অপেক্ষায় অধির আগ্রহে মাথা গোজার ঠাই করে বসে আছে আজ তাদেরই জীবন হয়ে উঠেছে
দুর্বিসহ ।
এই সকল এলাকায় যাদের বাস, তারা নিতান্তই দিন মজুর ও খেটে খাওয়া মানুষ। কোন রকমে দিন আনে দিন খায়। অত্যন্ত কষ্ট করে কোন মতে খাবার টুকু জোগার হলেও নেই তাদের রাতের ঘুমের শান্তি । ঘুমের মধ্যে চমকে উঠে ভাবে এই বুঝি আমার ঘরটা নদী গর্ভে বিলিন হয়ে যাবে ।
সর্বনাশা মেঘনা কখন যে কিরুপ ধারণ করে বুঝাই মুশকিল । এই ছলনাময়ী কল্পনাময়ী ও বহুরুপী ভোগবিলাসী মেঘনা নদী। বারংবার বিদ্যুতের গতিতে আসে রাক্ষসী ঢেউ নিয়ে । সেই ঢেউয়ে ভেসে চলে যাওয়া জনজীবন আজ বিপর্যস্ত।
দিন দিন নদীর ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে । দ্রুত বাধের কাজ সম্পন্ন করা না হলে কমলনগর,রামগতির মানচিত্র থেকে অচিরেই মুছে যাবে চরকালকিনি,সাহেবেরহাট,চরফলকন,
পাটোওয়ারিরহাট এবং চর আলেকজান্ডার সহ বিস্তির্ন অঞ্চল। তাই অতি দ্রুত বাধের কাজ সম্পন্ন করে মেঘনার কড়াল গ্রাস থেকে জনজীবন রক্ষার জন্য উর্ধতন মহলের প্রতি দৃষ্টি কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.