মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিনে জলদস্যু বাহিনীর হাত থেকে জেলেদের রক্ষা,মাদক পাচার,ডাকাতি-চুরি-ছিনতাই কারিদের সহজে সনাক্ত করতে বোরহানউদ্দিনের হাকিমুউদ্দিন লঞ্চ ঘাট এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ও সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে ৷
৩০ জুলাই শনিবার বিকাল সাড়ে ৫ টায় বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে এ সিসি ক্যামেরা কার্যক্রম এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার ৷
প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। সভাপতির বক্তব্য এ বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহিন ফকির বলেন,পুলিশই জনতা আর জনতাই পুলিশ এটা আপনাদের মনে রাখতে হবে,পুলিশ জনগণের বন্ধু।
পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।
যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরী।
সভায় আরো বক্তব্য রাখেন মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ মাসুম তালুকদার,ঘাট ইজারাদার ও টগবী ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জল হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শরীফুল ইসলাম,উপ-পরিদর্শক মিজানুর রহমান,বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.