এইচ এম শহিদ,পেকুয়া,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ বিএ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়া থানা প্রতিনিধি সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) মোজাম্মেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছালামত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহি উদ্দিন মাজেদ ও জেলা আওয়ামীলীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, পেকুয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এম শাহ নেওয়াজ আজাদ, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম তোফাজ্জল করিম,
রাজাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বাদশা মিয়া, শিলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দু ছমদ, পেকুয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম দীপন চৌধুরী,উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুব ছিদ্দিকী,
পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, অনলাইন প্রেস ক্লাবের হাজ্বী জালাল উদ্দীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, পেকুয়া যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন বাদশা,
উপকূলীয় বিট কর্মকর্তা,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার, উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, পেকুয়া মডেল সরকারি জি এম সি ইনস্টিটউশনের শিক্ষক জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি এইচ এম নুরুল আবছার প্রমূখ।
সভায় বক্তারা সম্প্রতি ডাকাত জাফর আলমের রহস্যজনক মৃত্যু নিয়ে হত্যা মামলায় নিরহ লোক এমনকি বারবাকিয়ার সংঘটিত ঘটনায় মগনামা, টইটং ও শীলখালীসহ চট্রগ্রামে বসবাসকারী লোক এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র আনসার উদ্দিন ও
আবু মূছাকে মিথ্যাভাবে আসামী করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, মিথ্যাভাবে আসামি হওয়া নিরহ লোকগুলো যেন তদন্তকারী কর্মকর্তা ও পুলিশি হয়রানীর শিকার না হয় তার উপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা আরো বলেন, পেকুয়া বাজার ও চৌমহনীর যানজটের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান।
জবাবে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, জাফর হত্যা মামলায় মিথ্যাভাবে আসামী হওয়া লোকদের হয়রানী না করতে ও তদন্তপূর্বক তাদেরকে মামলা হতে অব্যাহতি দেয়ার পরানর্শ দেন পেকুয়া থানা পুলিশকে।
সভার সমাপনি বক্তব্যে সভাপতি জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাবহ বিভিন্ন কর্মসূচীতে সবাইকে অংশ গ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.