মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধিঃফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট (এফআইভিডিবি) এর বাস্তবায়নে ও ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
পহেলা আগস্ট সোমবার সকাল ১১:০০ ঘটিকায় সিলেটের জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
প্রকল্পের তথ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তৈয়ব আলী। তিনি জানান জৈন্তাপুর উপজেলার ০৩ টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়িত হয়। ফতেহপুর ইউনিয়ন ৩৪৬ জন ৪ হাজার ৫ শত টাকা ক্যাশ, ১৫৮ জনকে হাইজিন কীট ও ৮৮ জনকে সবজি বীজ, চারিকাটা ইউনিয়নে ৩৩৮ জনকে ৪ হাজার ৫ শত টাকা ক্যাশ, ১৩২ জনকে হাইজিন কীট ও ৮৮ জনকে সবজি বীজ, নিজপাট ইউনিয়নে ৩৩৬ জনকে ৪ হাজার ৫ শত টাকা ক্যাশ, ১৬০ জনকে হাইজিন কীট ও ১০৬ জনকে সবজি বীজ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম বলেন, বন্যাকালীন সময়ে সরকারের সাথে এফআইভিডিবি'র সহযোগিতা জৈন্তাপুর উপজেলা প্রশাসন সম্মানের সহিত স্মরণ রাখবে। আরও বক্তব্য রাখেন নিজপাট ইউপি চেয়ারম্যান মোঃ ইন্তাহ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু বকর শিকদার, ম্যাকমো দিপংকর দে, ইউসি শামীম আহমদ, জিসিডিও আবুল কালাম আজাদ ও মহসিন আলম মোমিন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.