মোঃ আসাদুজ্জামান আপেল পঞ্চগড় প্রতিনিধিঃ ছিটমহল বিনিময়ের ৭ম বর্ষ পূর্তি ও ৮ম বর্ষে পদার্পন করায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলের বাসিন্দারা।
এ উপলক্ষে সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের গাড়াতি ছিটমহল এলাকার মফিজার রহমান কলেজ মাঠের শহীদ মিনারের বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন, কেককাটা, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। এর আগে কলেজ মোড় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে গাড়াতি ছিটমহলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান ও ছিটমহল আন্দোলনের নেতা মফিজার রহমানসহ বিলুপ্ত ছিটমহলের সহস্রাধিক অধিবাসী।
০১-০৮-২০২২
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.