শিহাবুর রহমান সাকিব, ঢাকাঃ পুলিশের কল্যাণে ছিনতাই হওয়া ১১ দিন পর মোবাইলফোন ফিরে পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী পারিশা আক্তার।
মঙ্গলবার রাতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান গণমাধ্যমকে বলেছেন, প্রযুক্তির ব্যবহারে জবি ছাত্রীর মোবাইলফোনটি উদ্ধার করেছেন তারা।
গত ২১ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে তানজিল পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাসে সদরঘাটে যাচ্ছিলেন পারিশা। বাস কারওয়ান বাজারে এলে পারিশার মোবাইলফোন ছিনতাই হয়। দ্রুত বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন তিনি।
এ সময় দুই ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। যদিও তাদের মধ্যে কেউ পারিশার মোবাইলফোন ছিনতাইকারী ছিলেন না। ওই ছিনতাইকারীদের ধরার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এরপর নিজের মোবাইলফোন উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতার করতে নিজে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন পারিশা।
সেই ঘটনার বর্ণনা দিয়ে ওসি অপূর্ব হাসান বলেন, গত ২১ জুলাই সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে ছিনতাই হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইলফোন উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বুধবার সকালে তেজগাঁও থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
মোবাইলফোন হারিয়ে ওই সময় হতাশার কথা জানিয়েছিলেন পারিশা।
যুগান্তরকে তিনি বলেছিলেন, এই মুহূর্তে মোবাইল ফোনটা খুব দরকার। যেহেতু আমার থিসিসের সব ডকুমেন্টস আর প্রয়োজনীয় সব তথ্য ফোনে সংরক্ষণ করা আছে। তাই ফোনের জন্য এত চিন্তা।
অবশেষে কাঙ্ক্ষিত মোবাইলফোনটি ফিরে পেয়ে উচ্ছ্বসিত পারিশা।
জবির এই শিক্ষার্থী যুগান্তরকে বলেছেন, যেহেতু আমার থিসিসের সব ডকুমেন্টস আর প্রয়োজনীয় সব তথ্য এই ফোনে সংরক্ষণ করা ছিল। তাই ফোনের জন্য চিন্তিত ছিলাম। যখন আজকে রাতে থানা থেকে ফোন দিয়ে মোবাইল উদ্ধার হয়ে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.