স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃপুর্ব সুন্দরবনে বাঘের থাবা খেয়ে প্রাণ রক্ষায় লোকালয়ে চলে আসা মায়াহরিণ বাকিং ডিয়ার টিকে লোকালয় থেকে উদ্ধার করেছে বনবিভাগ। গেল সোমবার ১ লা আগষ্ট সন্ধ্যা সোয়া সাতটার দিকে সুন্দরবন সংলগ্ন বরুইতলা গ্রামের আব্দুল মান্নানের বাড়ীতে হরিণটি ঢুকলে তার বাড়ীর সীমানার বেড়ার জালে আটকে পড়ে।আহত মায়া হরিণ টিকে উদ্ধার করে বনবিভাগ ভিটিআরসি সিপিজির সদস্যরা। এরপর হরিণটির চিকিৎসার জন্য ওইদিন রাতেই করমজল বন্যপ্রাণী প্রজানন কেন্দ্রে হস্তন্তর করা হয়। এরআগে ৩ রা জুলাই সকালে সুন্দরবনের করমজল বনবিভাগের বণ্যপ্রাণী প্রজানন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির হরিণ টি সুস্হ করে বুধবার দুপুর ১২ টারদিকে সুন্দরবনে অবমুক্ত করেন।
পুর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজানন ও প্রর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.