জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা (ঘাটপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈলক্ষ্য বর্মন ৪৫
বুধবার বিকেলে বিদ্যালয় ছুটির পর টাঙ্গন নদী পার হবার সময় নদীতে ডুবে যায়।
এরপর অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।
তৈলক্ষ একই ইউনিয়নের ফারাবাড়ি এলাকার মালিপাড়া গ্রামের মৃত ভুবেন্দ্র বর্মন ছেলে।
বৃহস্পতিবার সকালে নদী এলাকায় উদ্ধার অভিযান শুরু করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের অপারেশন ইনচার্জ সারোয়ার হোসেনের নেতৃত্বে একটি ডুবুরি দল প্রায় দুই কিলোমিটার এলাকায় অভিযান চালায়।
ঘটনাস্থল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ২২ ঘন্টা পরে দুপুরে পৌর শহরের আকর্চা কাজীপাড়া এলাকায় লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা এরপর স্থানীয়রা, ফায়ার সার্ভিস, পুলিশ লাশটি উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার এস আই হাফিজ প্রক্রিয়া শেষে ৩ নং আকর্চা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের উপস্থিতিতে মোর দেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.