মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পৌর সভা এলাকার চৌগাছ গ্রামের রিফুজীপাড়ার আনিছ ষ্টোরের সামনে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ একটি দল।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে টহল পুলিশের একটি দল বোমা সদূশ ও সাদা কাগজে লেখা একটি চিরকুট জব্দ করে।
জানা গেছে,গাংনী পৌর সভা এলাকার ৩ নং ওয়ার্ড চৌগাছা গ্রামের রিফুজীপাড়ার আব্দুল আজিজের ছেলে আনিছুর রহমানের বাড়ি ও দোকানের প্রবেশ পথে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে প্রতিবেশীরা বাড়ির মালিককে জানায়।
পরে আনিছ সকালে দোকান খুলতে গিয়ে বোমা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এসময় জরুরী ভাবে ৯৯৯ নং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাল টেপ মোড়ানো বোমা সদৃশ বন্তু উদ্ধার করে বালতির পানিতে চুবিয়ে রাখে ও একটি চিরকুট উদ্ধার করে।
ঘটনার বিবরণে জানা যায়, কয়েকদিন পূর্বে আনিছুরের ভাইয়ের ৩টি গরু চুরি হয়ে যায়। ভাগ্যক্রমে ২ টি গরু মাঠ থেকে চোরের হাত থেকে পালিয়ে আসতে পারলেও ১টি গাভী গরু চুরি হয়ে যায়। এনিয়ে কথা প্রসঙ্গে দোকানদার আনিছ ক্ষোভের সাথে বলেছিলেন যে, চুরির সাথে গ্রামের লোকজনও জড়িত থাকতে পারে। কারণ প্রাচীর দেয়া বাড়ি থেকে গ্রামের সহযোগি ছাড়া গোয়াল ঘর থেকে চুরি করা সম্ভব না। এই কথার প্রেক্ষিতে ভয়ভীতি দেখাতে বোমা ও চিরকুট রেখে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চিরকুটে লিখা রয়েছে, আনিছ , না জেনে না বুঝে আমাদের নামে মিথ্যা দোষ দিচ্ছিস।তোর বংশ নির্বংশ করে দেবো। যদি আমাদের কোন ক্ষতি হয়। যদি বাঁচতে চাস। তাহলে ভাল হয়ে যা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.