মোঃ মজিবর রহমান শেখঃঠাকুরগাঁও জেলার হরিপুরে রাসায়নিক সারের কৃত্রিম সংকট ঠেকাতে বাজার মনিটরিং করছে হরিপুর উপজেলা কৃষি অফিস। ৪ আগষ্ট বৃহস্পতিবার সকালে হরিপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন হরিপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রাকিবুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম প্রমূখ। কৃষকদের অভিযোগ কিছু কিছু বাজারে সারের কৃত্রিম সংকট তৈরী করেছে স্থানীয় সার বিক্রেতারা। সার না পেয়ে আমন চাষিরা চাষাবাদ নিয়ে চিন্তিত আছে। সরকারের বেঁধে দেওয়া মূল্যে সার বিক্রেতাদের কাছে সার নিতে গেলে অনেক সময় মিলছেনা সার। এছাড়াও কিছু সার বিক্রেতার বিরুদ্ধে দাম বেশি নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। যদিও সার বিক্রেতারা বলছেন, ন্যায্য মূল্যে সার বিক্রি করা হচ্ছে। হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন বলেন, হরিপুর উপজেলায় সারের কোন সংকট নেই। তাছাড়া ন্যায্য মূল্যে কৃষকেরা যেন সার পায় এ কারনে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি করা হচ্ছে। যদি কোন ডিলারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়,তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, এ বছর হরিপুর উপজেলায় প্রায় ১৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নিধার্রন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.