পেকুয়া প্রতিনিধিঃবাংলাদেশ ছাত্রলীগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে উপ- আইন সম্পাদক পদে মনোনীত হয়েছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার রিদুয়ানুল করিম গতকাল(৩১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে তিনি এই পদ পান।
রিদুয়ানুল করিম উপজেলা সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনার আবুল কালামের ছেলে।
সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের ২০১৫/২০১৬ সেশনের শিক্ষার্থী।
রিদুয়ানুল করিম বলেন, পারিবারিকভাবে দীর্ঘদিন আ.লীগের রাজনীতির সাথে জড়িত আছি এটা আমার প্রাপ্য ছিল। বিশ্ববিদ্যালয়ের রাজনীতির পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দের সাথে দলীয় কাজ করার সুযোগ হয়েছে। জাতীয় এবং স্থানীয় নির্বাচনে নৌকার জন্য ঝুঁকি নিয়ে কাজ করেছি। ভবিষ্যতেও সবাইকে নিয়ে কাজ করে যাব
এ সময় তিনি আরো বলেন, শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চবি শাখার উপ- আইন সম্পাদক নির্বাচিতি হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বির্নিমাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে সপ্রতিভ পদচারণা প্রশংসনীয় কার্যক্রমের জন্য চবি ছাত্রলীগের কমিটিতে ঐ পদ দেয়া হয়েছে।
সর্বশেষ আমি চবি ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়ায় আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, পেকুয়া উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে মনোনীত হয়েছিল।