স্টাফ রিপোর্টারঃচরফ্যাশনে ২৬টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার রাত ২.৩০ মিনিটের দিকে চরফ্যাশনের জনতা বাজার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে চরফ্যাশন ফায়ার স্টেশনের গাড়ী, পাম্প ও জনবলসহ ০২টি ইউনিট, লালমোহন ১টি ও বোরহানউদ্দিন ১টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট ভোলা জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২.৩০ মিনিটের দিকে চরফ্যাশনের জনতা বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় নূর নবীর ইলেকট্রনিক্স, মহিউদ্দিনের কসমেটিক, আনচলাক সিকদারের কসমেটিক, শাজাহান ও রিয়াজের কসমেটিক দোকান, ফার্মেসি, ভূষা মালের দোকানসহ ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আসাদুজাম্মান জানান, জনতা বাজারে আগুন লাগার পর পরই ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় ২৬ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।