আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জ্যেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল'র ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় প্রমুখ।
সভায় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল'র জীবনীর উপর স্মৃতিচারণ করেন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.