মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজারঃজাতীয় শোকদিবস, জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও বিভিন্ন উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন করতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার জরুরী সভা শহরের সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে সংগঠনটির জেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন আনসারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত বিএমএসএফ-র বিভিন্ন শাখার নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনে কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, গরীবদের খাদ্য বিতরণ এবং সাংবাদিকদের মধ্যাহ্ন ভোজ।
সভায় আগামী ২ সেপ্টেম্বর বিএমএসএফ ঈদগাঁও উপজেলা শাখার নির্বাচনের তারিখ ঘোষণা এবং নির্বাচনি তফশিল ঘোষণা করা হবে বলে জানানো হয়। নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করতে জেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন আনসারীকে প্রধান করে, জেলা সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহকে সদস্য সচিব ও জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিমকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিশনও গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএমএসএফ নেতা মোঃ রেজাউল করিম, আবদুর রাজ্জাক, রিয়াজ মোর্শেদ, এন, আলম আজাদ, আয়াজ রবি, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ উল্লাহ কাউসার নূরী, সদর উপজেলা বিএমএসএফ সাধারণ সম্পাদক এন, আলম সিকদার, আমিনুল ইসলাম, ইসমাইল শাহ, রাশেদুল ইসলাম, ঈদগাঁও উপজেলার আহ্বায়ক শেফাইল উদ্দিন, এম, শফিউল আলম আজাদ, আবদুস শুক্কুর, আশফাক উদ্দিন আরাফাত, মোহাম্মদ ইয়াকিন, জিয়াউল হক জিয়া, স্বপন কান্তি দে, মুসলিম উদ্দিন, ওসমান গণি ইলি, সরওয়ার জাহান, সোহেল আরমান, ইয়াছিন আরাফাত।
এতে সাংবাদিক সাহাদাত হোসাইনকে হুমকি, জেলা বিএমএসএফ এর নেতা সাংবাদিক ওসমান গণি ইলির উপর হামলা ও সাংবাদিক ইমরান আল মাহমদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দরা। তারা অবিলম্বে হুমকি ও হামলা কারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানিয়েছেন।
এছাড়া বি এম এস এফ কক্সবাজার সদর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটিও গঠন করা হয় এ সভায়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.