এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার সাঘাটা উপজেলার জেসমিন বেগম (২৩) নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (০৫ আগস্ট) ভোর চারটার দিকে জেলা শহরে অবস্থিত গাইবান্ধা ক্লিনিকে তিনি প্রসব করেন। তিন সন্তানের দুটি মেয়ে ও একটি ছেলে।
জেসমিন উপজেলার পদুমশহর ইউনিয়নের বোনারপাড়া এলাকার মথরপাড়া গ্রামের কৃষক আহসান কবিরের স্ত্রী। একসঙ্গে তিন সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়লে উৎসুক নারী-পুরুষ ওই ক্লিনিকে ভিড় করেন।
তিন নবজাতকের ওজন একটু কম। এছাড়া ছেলে শিশুটি খানিকটা অসুস্থ্য। তাই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রসূতি মা গাইবান্ধা ক্লিনিকে সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন ক্লিনিক কর্তৃপক্ষ।
নবজাতক তিনটির বাবা আহসান কবির বলেন, বৃহস্পতিবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। মাঝ রাতে জেসমিনের প্রসব বেদনা উঠে। রাতেই ব্যাটারীচালিত অটোরিকশায় তাকে গাইবান্ধা ক্লিনিকে নিয়ে আসি। সেখানে দায়িত্বরত চিকিৎসক জেসমিনকে দেখে স্বাভাবিকভাবে প্রসবের কথা বলেন। পরে ভোর চারটার দিকে ক্লিনিকেই স্বাভাবিক প্রসবে প্রথমে এক মেয়ে সন্তানের জন্ম দেন। পরে ছেলে সন্তান, তারপর আবার এক মেয়ে সন্তানের জন্ম দেন জেসমিন। সদ্য জন্ম নেয়া দুই নবজাতক সুস্থ্য রয়েছেন। ডাক্তারের পরামর্শে শিশুদের চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাচ্ছি।
আহসান কবির আরও বলেন, কয়েক বছরের দাম্পত্য জীবনে তাদের আগে কোন ছেলে মেয়ে নেই। একসঙ্গে তিন সন্তান পেয়ে তিনি অনেক খুশি। তাৎক্ষণিকভাবে তিন সন্তানের নাম রাখা হয়নি। বাড়িতে গিয়ে নবজাতকের নাম রাখা হবে। তবে প্রসূতি মা ও নবজাতক সুস্থ্য আছে এটাই আল্লাহর কাছে বড় পাওয়া আমার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.