রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ,নারায়ণগঞ্জঃ পৃথিবীর ভারসাম্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশ দুষনের কারনে।পরিবেশ দূষনমুক্ত করতে বনায়নের কোন বিকল্প নেই।এই শ্লোগান কে সামনে রেখে ৫ই আগষ্ট রোজ শুক্তবার বিকেলে মনোরম পরিবেশ ক্ষ্যাত সোনারগাঁ পৌরসভার পানাম সিটিতে স্বেচ্ছাসেবকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সভায়,সভাপতিত্ব করেন সোনারগাঁ পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন' আছিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন।
সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় যেসব স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো রয়েছে আমরা সে সব সংগঠন গুলোকে একত্রিত করে একটি সম্মেলন করার আহবান জানাতে চাই।এতে করে আমরা এক সাথে কাজ করার সুযোগ পাব একটি সংগঠন অন্য আরেকটি সংগঠনের পাশে দাড়াতে পারব।
বক্তরা আরো বলেন, সোনারগাঁয়ে ৩০থেকে ৪০টি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। আমরা যদি সকলে একসাথে কাজ করি, তাহলে আমরা যে কোন অসম্ভব কাজগুলো সম্ভব করতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও আছিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বাতেন,বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট মোঃ আলতাফ মাহামুদ স্যার,পরিবেশ রক্ষা ও সোসাইটির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,ব্লাড ফর নারায়ণগঞ্জের মোঃ সাইফুল ইসলাম,নবজাগরন সংগঠনের মোঃ রবিন,সাংবাদিক মীম রাজ,সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, পুরুষ নির্যাতন অধিকার ফাউন্ডেশনের ডা.মোঃ খোকন, ঈশাখাঁ প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক রাসেদুল ইসলাম রাসেল,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচীব মোঃ মীযানুর রহমান,আলোর দিশারী সংগঠনের মোঃ শাহাদাত হোসেন সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.