আরিফুল ইসলাম মল্লিক,দর্শনাঃ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাহাদত বার্ষিকী উপলক্ষে ইন্দো--বাংলা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার দিকে দর্শনা ডাকবাংলা চত্বরে দুদিন ব্যাপি ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্প দর্শনা পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চুয়াডাঙ্গ --২ আসনের সংসদ সদস্য হাজী মো: আলী আজগার টগর। তিনি বলেন, আমি জাতির জনকের সাহাদত বার্ষিকী উপলক্ষে ও জাতীয় শোকের মাসে প্রতিবছর আমার নির্বাচনী এলাকার দুঃস্হ গরিব ও বয়স্ক নারী পুরুষদের জন্য ফ্রি চিকিৎসার ব্যাবস্হা করে থাকি। বিশেষ অতিথির বক্তব্যে ভারতের কলকাতা বিশেষায়িত রুবি হাসপাতালের বিশেষজ্ঞ মেডিক্যাল টিমের প্রধান ডাঃঅরিন্দম সামান্তা ব্যবহার তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা ছিলেন। বাঙালি জাতির পিতা। তার স্মরণে বাংলাদেশে সাধারন গরীব দুঃখী মানুষের চিকিৎসা সেবা করতে আসতে পারবো ভাবতেই পারিনি।এ জন্য স্হানীয় সংসদ সদস্য জনাব মো আলী আজগার টগর মহদ্বয়কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন মোঃ সাজ্জাদ হোসেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সম্পাদক মোঃ মাহফুজ রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আঃ লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ।#
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.