আসাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ ভলুকায় দূর্বৃত্ত হামলার শিকার হয়ে মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছে এক মৎস্য খামারের পাহাড়াদার। গত ৩ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামের কানাইকুড়ি বিলের জামাল উদ্দিনের সততা মৎস্য খামারের পাহাড়াদার, শ্রী রঞ্জিত হাজং( ৪০)এর উপর ৩/৪ জন দূর্বৃত্ত হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত পাহাড়াদার রঞ্জিত হাজং চিৎকার চেচামেচি শুনে আসেপাশের লোকজন তাকে উদ্ধার করে, ভালুকা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রঞ্জিত হাজং নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুরের শ্রী বংকিম হাজং এর ছেলে।
এ ব্যাপারে মৎস খামার মালিক জামাল উদ্দিন বাদী হয়ে ধীতপুর গ্রামের এজাহার মৃধা,রাকিব খান,হুমায়ুন মৃধা ও খাইরুল মিয়ার নাম উল্লেখ্য করে ভালুকা মডেল থানায় একটি এজাহার দাখিল করেন।
হামলার শিকার শ্রী রঞ্জিত হাজংয়ের মাথায় পচণ্ড আঘাত থাকায় তার শারিরিক অবস্থা ধিরে ধিরে অবনতি দেখা দেয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মননসিংহ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.