আলফাডাঙ্গা,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় আলফাডাঙ্গা ক্লাবের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বিকাল ৪ টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি মোঃ ওমর আলী শেখের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিমের পরিচালনায় ৩য় খেলায় প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও চেয়ারম্যান বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ডাঃ দিলীপ কুমার রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ জামাল হোসেন মুন্না,আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আলিম সোজা, সহ কন্ট্রোলার বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ডা. তারেকুজ্জামান সোহেল, বাংলাদেশ আওয়ামী উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার , যুগ্ন আহবায়ক মোঃ কামরুল ইসলাম, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কমিশনার মোঃ হারুন-অর-রশিদ, সদস্য মোঃ মাসুম শেখ,মোঃ হানিফ কাজীসহ অনেকে । খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি প্রভাষক মোঃ আসলাম হোসেন এবং ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক মোঃ মাহিদুল ইসলাম। টুর্নামেন্টের ৩য় ম্যাচে বোয়ালমারী ফুটবল একাদশ ও গোপালগঞ্জ ফুটবল একাদশকে ২/০ গোলে পরাজিত করে করে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.