মিজানুর রহমান লাভলু,কানাইঘাট প্রতিনিধিঃপ্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর কানাইঘাট গাছবাড়ী বাজার
শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় গাছবাড়ী বাজারের আল আকসা মার্কেটের দ্বিতীয় তলায় উক্ত শাখার উদ্বোধন করা হয়। ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্করের সভাপতিত্বে ও কানাইঘাট প্রেসক্লাবের সাধারন
সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসেন। প্রধান বক্তা ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মূখ্য নিবার্হী কর্মকতার্ বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব অজিৎ চন্দ্র আইছ, বিশেষ অথিতি ছিলেন কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, আইসিটি বিভাগের প্রভাষক শফিউল আলম চৌধুরী, গাছবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন
প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স এর ডিএমডি জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত তাজুল ইসলাম।
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, জনপ্রতিনিধি ও কোম্পানীর কানাইঘাট
গাছবাড়ী শাখার বিভিন্ন পযার্য়ের মাঠ কর্মকতার্দের উপস্থিতিতে উদ্বোধনী
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্সুরেন্স কোম্পানীতে যারা কাজ করেন, তারা দেশের দরিদ্র বিমোচন, আত্মনির্ভরশীল পরিবার গঠনে অগ্রনী ভূমিকা পালন করে থাকেন। এটি হচ্ছে একটি মহৎ পেশা, সততা, নিষ্ঠা, আন্তরিকতার সহিত কাজ করলে যে কেউ সফল হতে পারবেন। বক্তারা আরো বলেন সরকার সবাইকে বীমার আওতায় আনার জন্য ইতিমধ্যে বেশ কিছু যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহন করেছে। দেশকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে
তোলার পাশাপাশি প্রতিটি পরিবারকে অর্থনৈতিক ভাবে সাবলম্বী করতে সবাইকে বীমা করার উপর গুরুত্ব দিতে হবে। প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স দেশের অন্যতম সেরা ইন্সুরেন্স কোম্পানী হিসাবে ইতি মধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রবাসী অধুষিত গাছবাড়ী বাজারের এ কোম্পানীর শাখার যাত্রা শুরু হওয়ায় কোম্পানীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে প্রগেসিভ লাইফের কানাইঘাট গাছবাড়ী শাখার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.