মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২২ পালন করা হয়েছে।
আজ রবিবার (৭ই আগষ্ট) সকাল সারে ১০ ঘটিকায় উপজেলার ডোমার সদর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়।
" মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে শিক্ষা ও সহযোগিতা হবে বাড়াতে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে গর্ভবতী মায়েদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়, মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে বক্তব্য রাখেন নারগিছ আক্তার সি,এইচ,বি,এ, ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্প ডোমার, লতা রানী সিএইচ ডাব্লুউ, সমাপ্তি আক্তার সিএইচ ডাব্লুউ,জয়েন্তি রানী সিএইচ ডাব্লুউ, সুমনা আক্তার এইচ,বি,এ, রাহানা বেগম সিএইচ ডাব্লুউ প্রমুখ বক্তব্য রাখেন।
ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের টেকনিক্যাল কোর্ডিনেটর বিশ্বজিৎ সাংমা বলেন ডোমার উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে " গর্ভবতী মায়েদের নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.