জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপঃ স্পেনের মাদ্রিদে বায়তুল মুকাররম জামে মসজিদ এক মিলিয়ন ৩০ হাজার ইউরো ব্যয়ে ক্রয়ে মুসল্লিদের মধ্যে আনন্দ বিরাজ করছে |
মাদ্রিদের বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সর্ববৃহৎ বায়তুল মোকাররম জামে মসজিদ আনুষ্ঠানিকভাবে মাদ্রিদের বালেস্ক নোটারি পাবলিক অফিসে চুড়ান্ত দলিল স্বাক্ষর সম্পন্ন হয়েছে | প্রায় ৪৪০ মিটার আয়তনে বাংলাদেশী অধ্যুষিত লাভাপিয়েছ এলাকায বর্তমান মসজিদটি রেজিস্ট্রি করা হয়েছে | এসময় দলিলে স্বাক্ষর করেন মসজিদ কমিটির পক্ষে সভাপতি খোরশেদ আলম মজুমদার ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক| এসময় অন্যতম উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের সভাপতি আল মামুন ,সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন ,বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব হাসান বিন আব্দুল্লাহ ,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক ,সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ,ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম۔ মাসুদ ,ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহী , কমিউনিটি নেতা মোহাম্মদ ইব্রাহিম ,সাইফুল ইসলাম ও সাংবাদিক বকুল খান |
মসজিদ কমিটির বর্তমান সভাপতি ,স্থায়ী ভবন۔ ক্রয়ের অন্যতম উদ্যোক্তা খোরশেদ আলম মজুমদার ।
মাদ্রিদের বালেস্ক ২৮۔ তিন নোটারি অফিসের দলিলপত্র পড়ে শুনান নোটারি পাবলিকের পক্ষে আলবারো ফার্নান্দেজ পিযেররা |
পরে বাইতুল মামুর জামে মসজিদের ভবনের মালিক সের্খিও বারবারা ক্যাসিও আনুষ্ঠানিকভাবে ভবনের রেজিস্ট্রিকৃত দলিল এবং চাবি হস্তান্তর করেন ,মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলমের কাছে |