জয় মহন্ত অলকঃ ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় থানার একই ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে দু'টি আত্মহত্যা ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত রাতে ও সোমবার দুপুরে রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়ন এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার দিবাগত রাতে রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের বর্ম রায়ের ছেলে কর্ম রায়(১৭) বাড়ির পাশে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
অন্য দিকে সোমবার দুপুরে একই ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের বিনয় রায়ের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রত্না রানী(১৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এই বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা প্রথমে ছেলেটার লাশ উদ্ধার করি। পরে একই ইউনিয়ন থেকে আরেকটি মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
তবে এগুলো আত্মহত্যা নাকি অন্য কিছু তা বলা সম্ভব হচ্ছেনা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে ঘটনার বিষয় জানা যাবে।
এরপর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.