জয় মহন্ত অলক ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও নারী ঐক্য উন্নয়ন সংঘের আয়োজনে এই দিবস পালন করা হয়।
দিবসের শুরুতেই পৌর শহরের গোবিন্দ নগর ওরাওপাড়া নিজস্ব কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
নারী ঐক্য উন্নয়ন সংঘ’র নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারী ঐক্য উন্নয়ন সংঘ’র সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ-সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক ব্রিজিতা তীরকি সহ সংগঠনটির অন্যান্যরা।
র্যালি শেষে তাদের প্রতিষ্ঠানের পাশেই ওরাও পাড়ার নারী পুরুষেরা নাচে ও গানে মেতে উঠে। মনোমুগ্ধকর পরিবেশে তাদের নৃত্য উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।
নারীরা রংবেরঙের শাড়ি পড়ে বাদ্যের তালে বিভিন্ন নৃত্য পরিবেশন করেন তাদের অনুষ্ঠান উপভোগ করতে আশপাশের মানুষ ছুটে আসেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে প্রতিটি গ্রামের আদিবাসী নারীরা একত্রিত হয়ে নাচে গানে মিলিত হন।
এছাড়াও আদিবাসী সংগঠনের বেশ কয়েকটি সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.