মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের ব্যতিক্রমী অভিযানে কৃষক সেজে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী আটক।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই তারিখে সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। হামলায় উভয় পক্ষের প্রায় ০৬ জন আহত হন। এঘটনায় একপক্ষের দায়ের করা মামলায় প্রধান আসামীকে গোপন সংবাদে ০৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় কৃষক সেজে কাজের সন্ধানে অভিযানে নামে পুলিশ। অভিযান পরিচালনার একপর্যায়ে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপির লক্ষীপ্রসাদ গ্রাম হতে গত ২৬ জুলাই তারিখে মারামারির ঘটনায় এক পক্ষের দায়ের করা মামলার প্রধান আসামী লক্ষীপ্রসাদ গ্রামের মৃত মোবারক আলীর ছেলে জহির আলী (৫০) কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী জহির আলীকে সকাল ১০:০০ ঘটিকায় আটক করা হয়। দুপুর ০১:০০ ঘটিকায় আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.