স্টাফ রিপোর্টারঃভোলায় মেঘনার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভোলা সদরের বাঁধের বাইরের ধনিয়া ও রাজাপুরসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন নদীপাড়ের মানুষ।
পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতঘরসহ বিভিন্ন স্থাপনা। নিচু এলাকা প্লাবিত হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন মানুষ।
এদিকে অতি জোয়ারে ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে গেছে। এতে ফেরিতে উঠতে পারছে না কোনো যানবাহন। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নদীতে মাছ ধরতে দেখা গেছে জেলেদের। জোয়ারে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মদনপুর, মাঝের চর দ্বীপের বেশিরভাগ নিচু এলাকা ডুবে গেছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামানান জানান, মেঘনার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নিচু এলাকা প্লাবিত হয়েছে, তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.