ফিরে যদি আর নাইবা আসলে
কেন নিলে এই মন
তুমি ছাড়া আজ সকলি আঁধার
কাটে না আমার ক্ষণ
অপলক চেয়ে থাকিযে আকাশে
হাজার তারার ভীড়ে
তুমিকি তবে তারাদের মাঝেই
আনমনে থাকো ঘিরে
এমন কি কথা ছিলো ওগো সাথে
আমাকে করেছো পর
এখনযে আমি শূন্যতায় ভাসি
ভাঙ্গে যে আশার ঘর
নিবির আঁধারে জ্বল জ্বল করে
জোনাকি পোকার দল
কখনো আলো কখনোবা আঁধার
কতো জানে সেও ছল
বুকেতে আমার চিতার আগুন
নিরবে নিভৃতে বয়
হৃদয় এখন উত্তরী বাতাসে
তীলে তীলে হয় ক্ষয়
পূর্ণিমা তিথিতে তুমিই বুঝিগো
জোছনা হয়ে ঝরো
ছুঁতে পারিনা দুহাত যে আমার
কেঁপে ওঠে থরো থরো
আমার আমিতো হারিয়ে গিয়েছি
অপার শূন্যতা প্রাণে
বিরহ জ্বালায় মরেও বেঁচেছি
সে ব্যাথা কে বলো জানে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.